গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে টিন, নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও মোহাম্মদ-আল-মারুফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমূখ। এরআগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
এতে ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমান ও আজিজার রহমানের পাঁচটি ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এসময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু ৫টি ঘর, ঘরের সমস্ত আসবাবপত্র, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান টিন, নগদ ১২ হাজার টাকা, ৬০ কেজি চাল ও ১০টি কম্বল দিয়েছি।
এসকেএস//