পেশায় তিনি একজন ডেলিভারি ম্যান। পণ্যের মান নিয়ে মন্তব্য নেওয়ার ছলে প্রথমে নারীদের ফোন করে ভাব জমান তিনি। এরপর ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি জমিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ। এমন গুরুতর অভিযোগে বিশাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের পর রোববার সে এবং তার সহকারীকে ৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যের বিষয়ে মন্তব্য নেয়ার নামে প্রথমে নারীদের ফোন নম্বর সংগ্রহ করতেন কেওটার বাসিন্দা বিশাল বর্মা। এরপর বিভিন্ন সময়ে ফোন দিয়ে তাদের সঙ্গে ভাব জমাতেন। ভিডিও কল করে ওই নারীদের বিভিন্ন মুহূর্তের ছবির স্ক্রিনশট রেখে দিতেন বিশাল। এরপর সুযোগ বুঝে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে একের পর এক নারীকে ধর্ষণ করতেন।
এমন ফাঁদে ফেলে অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণ করেছেন বিশাল বার্মা। এ অভিযোগে গত শনিবার রাতে সুমন নামে তার এক বন্ধুসহ তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার আদালতে তোলা হলে বিচারক তাদেরকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন
পুলিশ বলছে, চুঁচুড়ার এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বিশালের এই অপকর্মের কথা জানতে পারে পুলিশ। ওই নারীর অভিযোগ, এমন ফাঁদে ফেলে বিশাল তাঁকেও ধর্ষণ করেছিলেন।
সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার গয়নাও হাতিয়ে নিয়েছেন। ওই নারী আরও দাবি করেন, বিশাল সেই সময় তাকে জানান, তিনি তার ৬৬তম শিকার।
এসকেএস//