আশুলিয়ায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সাভার ও আশুলিয়া অবস্হানরত সাংবাদিকগন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে মানববন্ধন করেন, মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ক্লাবের সদস্যবৃন্দ।
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুস্ঠিত হয়।
২৩ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বেলা ১২টায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ সহ সাভার আশুলিয়া অবস্হানরত সাংবাদিকবৃন্দ।
মানবন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সাধারণ সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’ মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাংগীর আলম প্রধান, অর্থ সম্পাদক মোঃ রিপন মিয়া,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, মহিলা বিষয়ক সম্পাদিকা মন্জিলা আশা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ বাবুল হোসেন,সাবেক অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ মনির হোসেন, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান লিটন, সেলিম মিয়া, ইসমাইল হোসেন সহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে।
বার্তা বাজার অনলাইন পোর্টালের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির-কে গুলি করে হত্যার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে সাভার ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা পুরাতন ই.পি.জেডের উত্তর পাশে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব চত্তরে ঘন্টাব্যাপী, সাভার আশুলিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিকের অংশগ্রহনে এ কর্মসূচী পালিত হয়।
একাত্ত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন,অপরাধ বিচিত্রা প্রতিনিধি মোঃ ইমদাদুল হক, মুক্ত খবর প্রতিনিধি ফয়জুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ।
এসকেএস//