প্রবল বাধা আর গ্রেফতারের মধ্যেই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার। যেখানে পুলিশের গুলিতে নতুন করে ২ জন নিহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ছত্রভঙ করতে গুলি চালায় পুলিশ। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের মান্দালয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ দেখায় বিক্ষোভকারীরা। আন্দোলন ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে। এর জবাবে বিক্ষোভকারীরা গুলতি ছুড়তে থাকে। পরে পুলিশ গুলি চালালে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
তবে পুলিশ তাজা গুলি ছুড়েছে নাকি রাবার বুলেট ব্যবহার করেছে প্রাথমিকভাবে স্পষ্ট হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এদিন মান্দলয়ের পাশাপাশি সামরিক শাসনের অবসান ও অং সান সূচিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি শহরে। গত ৯ ফেব্রুয়ারি সামরিক শাসনবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে পরিস্থিতির গুরুতর হয়ে ওঠে।
গতকাল শুক্রবার মিয়া থট থট খিয়াংয় নামে এক নারীর মৃত্যুর মাধ্যমে প্রথম কোনো মৃত্যুর খবর আসে চলমান এই আন্দোলন থেকে।
এদিকে অভ্যুত্থানের দুই সপ্তাহ পর মিয়ানমারজুড়ে আন্দোলন এখন দাবনলে রূপ নিয়েছে। যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিক থেকে শুরু করে শ্রমিকরা। বিশেষ করে শহরের শিক্ষিত ও রাজনীতি সচেতন নাগরিকদের বড় একটি এই আন্দোলনে শামিল হয়েছেন।
এআইএ//