ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তাদের মেয়ের নাম রেখেছেন ভামিকা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান কোলে নেওয়া এক ছবি পোস্ট করেছেন বিরাট-আনুশকা দম্পতি। সঙ্গে জানিয়ে দিয়েছেন মেয়ের নাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট ধরে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ছবিতে দেখা যায় আনুশকা কন্যাকে কোলে নিয়ে আছেন, পাশেই দাঁড়িয়ে কোহলি।
আনুশকা লেখেন, আমরা একসঙ্গে আছি ভালোবাসায়। ভামিকা আমাদের জীবনকে অন্য স্তরে নিয়ে গেছে।
তিনি আরও লেখেন, ঘুম অধরা, তবে আমাদের হৃদয় পূর্ণ। প্রার্থণা আর শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।
এই পোস্টের পরপরই মা ও কন্যাকে ভালোবাসা প্রকাশ করতে কোহলি ‘কমেন্টে’ লেখেন, আমার পুরো পৃথিবী এক ফ্রেমে।
এসকেএস//