নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে আজ শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন চমক নাসুম আহমেদ। তবে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।
এর মধ্যে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছেন সাকিব। তাই তাকে দলে রাখা হয়নি। অন্যদিকে জায়গা হারিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। এছাড়া নতুন মুখ নাসুম আহমেদ। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তার।
এ সফরে স্বাগতিক কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তামিম-মুশফিকরা।
২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। এর মধ্যে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২৮ মার্চ হ্যামিল্টনে হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো হবে নেপিয়ার ও অকল্যান্ডে। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং দ্বিতীয় ও তৃতীয়টি হবে দুপুর ১২টায়।
বাংলাদেশ স্কোয়াডে আছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।
এআইএ//