গাজীপুরের মহানগরের পূবাইলের ৪০নং ওয়ার্ড়ের ক্রিসেন্ট ক্যামিকেল ফ্যাক্টরির পাশে বালুর ভিতর থেকে তুহিন হোসেন(২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুবাইল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়,নিহত তুহিন গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার সিলমুনএলাকার মৃত জনির ছেলে। তিনি পেশায় একজন অটো রিক্সা চালক।
তুহিন আমতলী এলাকার জামালের অটোগাড়ী ভাড়ায় চালাতেন পূবাইল থানার উপ-পরিদর্শক ফরহাদ জানান,রাস্তার পাশে ছোটবাচ্চারা খেলাধুলা করার সময় বালুর ভিতরে লাশের হাত দেখতে পেয়ে পরিবারের লোকজন কে জানায়, পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছি।তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা আসমা আকতার জানান, গত শনিবার বিকালে গাড়ি চালানোর উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় গভীর রাত হয়ে গেলে ও আমার ছেলে বাড়িতে না আসলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি কোন তথ্য না পেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করি।
নিহত যুবকের মা আরও জানায় অটোর মালিক জামাল গত রবিবার মিরেরবাজারের তুরাগ পাম্পেরপাশ থেকে ব্যাটারি ছাড়া গাড়িটি পায়।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে। তবে ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাইকারী চক্রের কাজ।
এসকেএস//