বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতা–কর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছে বিএনপি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। এসময় নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে উত্তেজনা দেখা দেয়।
বিএনপি নেতারা অভিযোগ করে বলছেন, তাঁদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানসহ বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম, সাতক্ষীরার ৩৪ জন নেতা-কর্মী ও পাবনার ৪৭ জন নেতা-কর্মীকে সাজা দেওয়া এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে সরকার।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ১০টা থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এতে করে পল্টন থেকে শাহবাগমুখী বাস চলাচল বন্ধ রয়েছে। এসময় পল্টন ও সেগুনবাগিচা এলাকায় হেঁটে যাতায়াতকারী জনসাধারণ ও সাংবাদিকরা পুলিশের বাধার মুখে পড়েন।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফুটপাতের হকারদেরও দোকান গুটিয়ে নিতে দেখা যায়।
এসকেএস//