চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকায় আগুনে পুড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গণেশ দেবনাথ নামের ৩ বছর বয়সী শিশুটি স্থানীয় বিধান দেবনাথের ছেলে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি।
নিহত শিশুর পিতা বিধান নাথ বলেন, ঘরে আগুন লাগার পর চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। তবে শিশুটি বের হতে পারেননি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি ঘর পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে এক শিশু৷ শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।
এসকেএস//