মৃত্যুর আগে ছেলে কামরুজ্জামানের কবরের পাশে শায়িত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান। সেই অনুযায়ী প্রখ্যাত এই অভিনেতা ছেলের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অভিনেতার পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাদ জোহর নারিন্দা পীর সাহেব বাড়ি জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপতালে ভর্তি করা হয়েছিল এই গুণী অভিনেতাকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় ও অভিনেতা।
১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন এটিএম শামসুজ্জামান। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।
প্রয়াত হওয়ার আগে ক্যারিয়ারে পাঁচবার জা্তীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেতা। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।
এআইএ//