দেশের স্বর্ণ ব্যবসায়ীরা যতদিন পর্যন্ত সক্ষমতা অর্জন না করতে পারে, ততদিন এ ব্যবসায় বিদেশী বিনিয়োগে নিরুৎসাহিতের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
গত ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রূপরেখা তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের মূল্যের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে থেকে এ নিয়ম কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
বাজুস আরও জানিয়েছে, ভ্যাটহার হ্রাস ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত ইজিএমে কণ্ঠভোটে পাশ হয়েছে। এ বিষয়ে রূপরেখা নির্ধারণ করা হবে।
সভায় বাজুসের বিভিন্ন জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেন। পাশাপাশি সাধারণ জুয়েলার্সরাও অংশ নেন এই ইজিএমে।
এআইএ//