ব্রিটেনে ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হলেও দুই ধাপে তিন বছর করে দেশটিতে বাংলাদেশের পণ্য এই সুবিধা পাবে।
গত বুধবার ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট ডিকসন এ কথা জানান।
গত মঙ্গলবার দু’দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রিটিশ হাইকমিশন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘রপ্তানিভিত্তিক বাংলাদেশের ক্রমবর্ধনমান অর্থনীতিকে বিকশিত করার ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেয়া হচ্ছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হলেও দুই ধাপে তিন বছর করে ব্রিটেনের বাজারে জিএসপি সুবিধা পাবে। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। অর্থাৎ আগামী বছর যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ অগ্রাধিকারমূলক সুবিধা পেতে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে আমলান্ত্রিক জটিলতা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, পদ্ধতিগত অনিশ্চিয়তা, চুক্তি বাস্তবায়নের শর্তাবলী ও দুর্নীতি দূর করার পাশাপাশি ট্রাক্সেশনে জটিলতা রয়েছে। এই বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি।
আর এসব বিষয় সুরাহার ক্ষেত্রে পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার বল উল্লেখ করেন রবার্ট ডিকসন।
এআইএ//