রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শহীদুল ইসলাম (৬০) নামে একজন সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফরান আলী বলেন, আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
নিহতের ছেলে ইমরান জানান, বেশ কিছুদিন হলো আমার বাবা আমাদের সঙ্গে রাগ করে বাসা থেকে চলে যান। আমরা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি বসুন্ধরা আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।
আমরা মোবাইলের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি আমার বাবা এক্সিডেন্ট করেছে। আমরা দ্রুত ঢাকা মেডিকেলে ছুটে আসি। এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন। আমরা মরদেহ শনাক্ত করি।
এসকেএস//