রাজধানীর পুরান ঢাকায় ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সূত্রাপুরের লালকুঠি এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় সজল আহমেদ (১৬) নামের অপর এক কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
বাচ্চু মিয়া জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুই কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের দুই কিশোরের সঙ্গে অপর দুই কিশোরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ওই ঘটনায় অনন্ত নামের এক কিশোরের পেটে ছুরির আঘাত লাগে। এর ফলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই সময়ে ছুরিকাঘাতে আহত দুই কিশোর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এসকেএস//