ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন ‘বিবাহিত ব্যাচেলর’। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে একাকি জীবন কাটাচ্ছেন। ছেলে আব্রাম খান জয় মায়ের সঙ্গে।তাই মনের মতো সঙ্গী পেলে বিয়ে করবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক।
শাকিব খান পাত্রী খোঁজাও শুরু করেছেন। এবার তিনি ভুল করতে চান না। তাই যিনি শাকিবকে সুখের সংসার দিতে পারবেন-এমন একজনকেই জীবনসঙ্গী করবেন।
শাকিব খান নিজের বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, মেয়ে খুঁজছি। ভালো একটা মেয়ে বিয়ে করতে রাজি হলেই আমি খুশি।
বিয়ে আর বিচ্ছেদের খবরে ঝড় বয়ে গেছে শাকিবের জীবনে। অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিয়ের খবর নিয়ে তো কম আলোচনা-সমালোচনা হয়নি।
সম্প্রতি শাকিব খান তার ৪২তম জন্মদিন পাবনায় কাটিয়েছেন। আর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে ‘অন্তরাত্মা’ সিনেমার কাজ। শাকিব জানিয়েছেন, কাজের মধ্যে থাকতেই তিনি ভালোবাসেন। এখন শুটিং স্পট দারুণ উপভোগ করছেন তিনি।
এসকেএস//