নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোটের কারণে মাঠে নামতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহর বদলে তাই অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, রিয়াদ খেলছেন না। লিটন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করার মধ্য দিয়ে লিটন বনে যাবেন দেশের ইতিহাসের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে ১৮তম।
মাহমুদুল্লাহর বদলে একাদশে আসার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্ত কিংবা মোসাদ্দেক হোসেনের।
২০০৯ সালের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের পাঁচজনের বাইরে আর কেউই অধিনায়কত্ব করেননি। তাহলে এখন দীর্ঘ এক যুগ পর এ পাঁচজনের বাইরে টস করতে নামবেন কে? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির সঙ্গে আজ টস করতে দেখা যাবে লিটন দাসকে।
আর যদি তাই হয়, তাহলে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সপ্তম এবং সবমিলিয়ে ১৮তম অধিনায়ক হবেন লিটন দাস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ।
এসকেএস//