৮ মার্চ ২০২০ সালে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর ধীরে ধীরে সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও গতবছরের শেষদিক থেকে চলতি বছরের প্রথম দুই মাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল।কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরমধ্যে দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনের হিসাবে দেশটিতে রেকর্ড।
দেশে তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লাখ ছাড়ানোর পর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে এটি ‘ভয়াবহ আকার’ ধারণ করতে পারে বলে পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র।
দেশটির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ঘোষিত দৈনিক শনাক্ত সংখ্যা অনুসারে, মঙ্গলবার দেশটিতে একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার জন। ২০২০ সালের ৩০ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্তের পর এটি সর্বোচ্চ। এর আগে এত সংখ্যক রোগী আক্রান্ত হয়নি।
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পল বলেন, দেশে মহামারি পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে। জনসংখ্যার বড় অংশ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে করোনা চিকিৎসা অবকাঠামো আরও উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি।
এসকেএস//