রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

রংপুরের ছয়টি নির্বাচনী আসনের পাঁচটিতেই জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলা’র ছয়টি নির্বাচনী আসনের পাঁচটিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে রংপুরের-২ (তারাগঞ্জ-বদরগন্জ) আসনটিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

তবে ওই আসনে ইতিপূর্বে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতেন দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তার বর্তমান কারাবাসের কারণে এখনো ওই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতের দিকে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।

তিনি জানান, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ।

এর আগে বিভিন্ন সভা সমাবেশ থেকে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।

ঘোষিত আসনের প্রার্থীরা হলেন- গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক নিয়ে রংপুর-১ আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ-৬) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. নুরুল আমিন সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

এ বিষয়ে রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এই ঘোষণা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102