রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

গঙ্গাচড়ায় প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে এক বর্ণাঢ্য পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবের আহবায়ক আব্দুল আলীমের
সভাপতিত্বে, ও নির্বাহী সদস্য মোঃ আশরাফুল আলম এর পরিচালনায় পবিত্র রমজানের সুশোভিত আবহে এটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জানজাবিল বিনতে আহমদ ,উপজেলা সমবায় কর্মকর্তা আলতাবুজ্জামান চয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান,উপজেলা এলজিইডি কর্মকর্তা মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করীম,উপজেলা পাট ও বস্ত্র কর্মকর্তা রেজাউল করিম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার। এই আয়োজন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের এই আয়োজন প্রশংসনীয়, যা পেশাদারিত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি ব্রত। গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় সমাজের উন্নয়ন সম্ভব। আমরা চাই, তথ্যের যথাযথ ব্যবহার করে উন্নয়নধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, সাংবাদিক ও পুলিশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অতীব প্রয়োজন।

উপস্থিত সাংবাদিকরা বলেন, গঙ্গাচড়ার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, সত্য ও ন্যায়ের পথে থেকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলবেন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন।

পরিচিতি সভা শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের এ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102