রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

আশুলিয়ার শিমুলিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ।

রবিবার (২৯ মার্চ) বিকালে শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার এলাকায় মানারাত মাদ্রাসা হলরুমে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সমাজ সেবক অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল এর সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ডের সভাপতি মো. আল-আমিন লষ্করের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. মুফাচ্ছেল হক।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান মনির।

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ‘যে কাজটি ছিল সরকারের, কিন্তু সেটি করছে জামায়াতে ইসলামী। আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে আমরা পুরো দেশব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও খাদ্যসামগ্রী বিতরণ চলমান রয়েছে । আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। একাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করার আহ্ববান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আলোচনা সভা শেষে শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী কিছু পরিবারের সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102