জয়পুরহাটে বিএমএ এর উদ্যোগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের কৃতি সন্তান স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে জয়পুরহাটে এই প্রথম আগমন করায় অনুষ্ঠানের শুরুতেই স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানসমূহ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
শনিবার (০৬ মার্চ) বিকাল ৩ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবন চত্বরে মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তুলশি চন্দ্র রায়, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সভায় বিএমএ এর জেলা সভাপতি ডাঃ মোজাম্মেল হক জেলার স্বাস্থ্য বিষয়ক জনগুরুত্বপূর্ণ এবং জয়পুরহাট ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে হার্ট, কিডনিসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার উন্নয়নে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, জনবলসহ চিকিৎসা সরঞ্জাম প্রদানের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিকট দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা জয়পুরহাটের চিকিৎসা সেবাকে অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের যে কমিউনিটি ক্লিনিকগুলো করেছেন সাধারণ জনগণের জন্য। সেজন্য প্রান্তিক কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে মেডিকেল কলেজগুলো পর্যন্ত আমরা আরো উন্নত করার চেষ্টা করছ। জয়পুরহাটে আমরা ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল জেলা হাসপালে রুপান্তরিত করেছি। এবং খুব তাড়াতাড়ি আমরা এর জনবল ও আনুষাঙ্গিক মেশিনপত্রের ব্যবস্থা করবো। পাশাপাশি দেশের মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে যেন বিশ্বের অন্যান্য দেশের মতো আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাসহ আধুনিক শিক্ষার ব্যবস্থা করবো।
তিনি আরো বলে, জয়পুরহাটে যদি লাইসেন্সবিহীন কোন ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার থেকে থাকে আমরা তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এরআগে জেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের ও অংগ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।