ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় যানবাহন সংকট ও বাড়তি ভাড়ার ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ। আর এমনই এক মুহুর্তে বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীদের মারধরের শিকার হয়ে এক বাস চালক ও সুপারভাইজারের মৃত্যু হওয়ার ঘটনাও ঘটেছে আশুলিয়ায়।
সোমবার(৮এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুর মহানগরীর কাশিমপুর ১নং ওয়ার্ডের তেতুইবাড়ীতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বাস চালক ও সুপার ভাইজারের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।
পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তাঁরা। তাঁদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।