বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জামায়াতের ঈদ পুনর্মিলনীতে জননেতা আফজাল হোসাইন রংপুরের গংগাচড়া জামায়াতে’র রিকশা-ভ্যান-অটোচালকদের ঐতিহাসিক ঈদ পুনর্মিলনীর সমাবেশ ও প্রীতিভোজ ঢাকা জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, আগস্ট বিপ্লবের সুফলে খানিকটা স্বস্তিদায়ক ঈদ: ড. মাদানী সাভার ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থীর ঈদের শুভেচ্ছা বিনিময় আশুলিয়ার নাল্লা-পোল্লা বাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগ শিমুলিয়ায় পারিবারিক দাওয়াতে জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইনসহ নেতৃবৃন্দের উপস্থিতি আশুলিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন জামায়াতের ঢাকা-১৯আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন জামায়াতে ইসলামীর অন্ধ আমির, কিন্তু আলোকবর্তিকা: শাল্লা থানার জামায়াত আমিরের অনন্য নেতৃত্ব রংপুরের গংগাচড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’-এ হামলার অভিযোগ: উত্তপ্ত চট্টগ্রাম ও রংপুর

জয়পুরহাটে প্রেমিকের মৃত্যু ২৪ ঘন্টা পর প্রেমিকার মৃত্যু

মাহফুজুল হক জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।প্রেমিক যুগল। ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে নিজ নিজ বাড়িতে তারা বিষপান করেন। এঘটনায় প্রেমিক মারা গেলেও বেঁচে আছেন প্রেমিকা।

সোমবার (৮ এপ্রিল) ভোর রাতে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যান। বেঁচে আছেন প্রেমিকা তাজমিন আক্তার।

নিহত মুরাদ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং তাজমিন একই গ্রামের তোজামের মেয়ে। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের পরিবার তাকে মালেশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা। এরপর তাই দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা দুজনেই বাড়ি ফিরেন।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। আর তাজমিন আক্তার সুস্থ আছে। এ ঘটনায় নিহতেরসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এবং হটাৎ প্রেমিক মারা যাওয়ার ২ ঘন্টা পরে প্রেমিকাও অসুস্থ হয়ে পরে এবং তাকে বগুরা হাসপাতালে ভর্তি করা হয় তাজমিন। কে সেখানে অবস্থা আরো খারাপ হয়ে উঠে, তারপর সেখান থেকে তাকে রুমপূর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ( ৯ এপ্রিল) ভোর ৩:টাই,প্রেমিকা তাজমিন ও মারা যায়,। এ ধরনের ঘটনার মনে প্রশ্ন জাগে এর জন্য দায়ী কে জন্য আমাদের সমাজ না পরিবার।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102