পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের সদ্য সাবেক সফল কাউন্সিলর ও গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওসমান গনি লিটন, এবরের ঈদুল ফিতরে তিনি ওয়ার্ড বাসীকে বলেন, প্রিয় ১নং ওয়ার্ড ও কাশিমপুরবাসী আসসালামুআলাইকুম, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিম উম্মাহর সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ন আমেজ নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ তাই, আসুন আমরা পরিবারবর্গ ও আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজের গরিব-অসহায় এবং এতিমদের পাশে দাঁড়াই। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নেই।
তিনি আর ও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
আলহাজ্ব মোঃ ওসমান গনি লিটল কাশিমপুরের মাধবপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবার ঐতিহ্যবাহী মোল্লাবাড়ীর কৃতি সন্তান তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বলেন,আমার আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী সহ বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি। ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল সুখ শান্তি ও আনন্দ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সবাই কে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ওয়ার্ডবাসী সহ সকল মুসলিম ভাই বোনদের কে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।