মঙ্গলবার (৬আগষ্ট) বিকেল ৪টার দিকে সাভার আশুলিয়া থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষগন মিছিল নিয়ে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে জরো হতে থাকে। পরে আনন্দ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাজী আব্দুল গফুর । তিনি তার বক্তব্যে বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।’
এসময় তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব, জাকির হোসেন, মোবারক মিয়া,শরীফ সিকদার প্রমুখ।