বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মী মুক্তি পাওয়ায় সাভারে আনন্দ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে কয়েক’শ মোটর সাইকেল নিয়ে মিছিলটি বের হয়ে ধামরাই হয়ে আশুলিয়ার ধামসোনায় এসে শেষ হয়। পরে তমিজ উদ্দিনে নিজ গ্রামের মানুষের পক্ষ তাকে সংর্বধণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বিএনপি ও ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেয়।