স্টাফ রিপোর্টার: শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানী বাজার কাবাব প্যালেজের সামনে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি মো: আতাউর রহমান চিশতী। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, আব্দুল মান্নান কলেজের অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল,শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন আহমেদ ব্যাপারী, শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতী এলাকার সমাজসেবক মো: আইয়ুব রানা, সাবেক সভাপতি নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল ও কার্যনির্বাহী সদস্য নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।