ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল সারে ৪টায় সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. মো: আসাদুল্লাহ আহমেদ দুলাল এর সঞ্চালনায় ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল বাসেত দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামশোনা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী,নজরুল ইসলাম সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে।
তারা আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
আমরা আর বাংলাদেশে কোন স্বৈরাচার দেখতে চাই না, আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই , স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটা অনুভব করতে পেরেছে।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বক্তারা বলেন, আওয়ামী লীগের কিছু যড়যন্ত্রকারী প্রেতাত্মারা আপনাদের অনেককে ঢাল বানিয়ে এখন নব্য বিএনপিতে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারাই এই ধরনের নব্য বিএনপিকে সুযোগ করে দিবেন, তাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ ।