ঢাকা জেলার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) পালিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমীর মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে সিরাতুন্নবী (সা.) পালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ইয়াহহিয়া তাকী খতিব সাভার বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল বাসিত খতিব স্বরনিকা জামে মসজিদ সাভার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার আমীর মোঃ আজিজুর রহমান, জাবাল ই নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ লুৎফর রহমান খান, আনন্দপুর ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ আমিনুর রহমান, জামায়াতের সাভার পৌরসভার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।