ঢাকা জেলার সাভার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সাভার মডেল কলেজে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত সাভার মডেল কলেজে শিক্ষার মানোন্নয়নে কলেজের উদ্যোগে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষক প্রশিক্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের পরীক্ষা উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক আসলাম খালিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা এবং ক্যারিয়ার বিশেষজ্ঞ, লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ। প্রশিক্ষন কর্মশালায় কলেজের প্রায় সকল শিক্ষক অংশগ্রহণ করেন।