জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪, প্রথম পর্বে হাতীবান্ধা উপজেলা পর্যায়ে, দ্বিতীয় পর্বে লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে ক্রেস্ট গ্রহণ করেছেন, জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ নুর-ই আলম সিদ্দিকী। তিনি বর্তমানে লালমনিরহাট জেলার, হাতীবান্ধা উপজেলার, বড়খাতা ইউনিয়নের, দোলাপাড়া গ্রামে অবস্থিত দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ছাত্র জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। যেমন: রোভার স্কাউটস, শিক্ষা ও সাংস্কৃতিক বিতর্ক, উপস্থাপনা, সংগঠন কাকাশিস। তিনি কারমাইকেল কলেজ রংপুর থেকে ২০১১ সাল বি বি এস অনার্স (ব্যবস্থাপনা) এবং ২০১২ সালে এম বি এস মাস্টার্স (ব্যবস্থাপনা)। তিনি পড়ালেখা শেষ করে জড়িয়ে পড়েন শিক্ষকতা নামক মহান পেশায়। তিনি শিক্ষকতায় প্রথমে বুড়া সাড়ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর পশ্চিম ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বর্তমানে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন। শিক্ষকতা জীবনে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন।
বিদ্যালয়ে যেমন ছিলেন এ্যাকটিভ ঠিক তেমনি ক্লাসে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিনয়ের সাথে শেখান। শুধু তাই নয় শিক্ষার্থীদের সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্নভাবে আনন্দিত করে তোলেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের হোম ভিজিট ও উঠান বৈঠক করে থাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক’কে সাথে নিয়ে। যাতে করে শিক্ষার্থীরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করে। এবিষয়ে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিদুল ইসলাম মুক্তা বলেন আমার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর ই আলম সিদ্দিকী স্যার উপজেলা এবং জেলা পর্যায়ে দু’টিতেই তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত এবং গর্বিত। তিনি আরও বলেন নুর ই আলম সিদ্দিকী তার এই মহান পেশায় যে সম্মাননা পেয়েছেন, ঠিক তেমনি করে আমাদের বিদ্যালয়’কে এগিয়ে নিয়ে যাবেন।
জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ নুর ই আলম সিদ্দিকী বলেন, আমি দীর্ঘদিন ধরে এই মহান পেশার সাথে জড়িত। আমি সব সময় আমার সর্বোচ্চ দিয়ে, আমি আমার সন্তানের মতো করে শিক্ষার্থীদের শেখাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই মহান পেশার সাথে জড়িত থেকে প্রতিটি শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তিনি আরও বলেন আগামী ০২-১০-২০২৪ ইং তারিখে আমার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচনী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যেন জয় লাভ করে সুনাম অর্জন করতে পারি এবং বিদ্যালয় ও শিক্ষক সমাজের মুখ উজ্জ্বল করতে পারি।