সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গা পূজার শুরু থেকে রংপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের ১৩টি মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সরজমিনে বিএনপি নেতা ১১ নং ওয়ার্ড শারদীয় দূর্গাপুর পূজা উদযাপন তদারকি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ রিজভীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাই পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি আমরা, যাতে করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরের পাহারা নিয়োজিত রয়েছে।