বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে জনমত তৈরি করে একটি ইসলামি সমাজ গঠনের আহবান জানান। এজন্য সারাদেশের প্রত্যেকটি পাড়া-মহল্লা, চায়ের দোকান, পথসভা করে ইসলামের সুফল সকলের সামনে তুলে ধরার জন্য সকলকে একযোগে ব্যাপক কাজ করার কথাও বলেন।
আজ (১২ অক্টোবর) শনিবার সকাল ৭:৩০ টায় গাজীপুরের স্থানীয় একটি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর ও গাজীপুর জেলার যৌথ উদ্যোগে দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তা ইসলামের প্রসারে কাজে লাগাতে হবে। দাওয়াতি কাজ করে ইসলামের পক্ষে জনমত তৈরি করা। তাহলে সেই জনমতকে কাজে লাগিয়ে এদেশে একটি ইসলামি সমাজ গঠন করা যাবে। এই কাজে অংশগ্রহনের জন্য সবাইকে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ইসলামি আন্দোলনের জন্য সকল স্তরের জনশক্তির মানোন্নয়ন জরুরী। ব্যক্তির নৈতিক মান উন্নত করা, মনের ভিতর আল্লাহ ভীতি থাকা, সামাজিক কাজের মাধ্যমে মানুষের কল্যান করা। সর্বপরি জ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জন করা, সততার দৃষ্টান্ত হতে এবং দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ইসলামি আন্দোলনের কাজ বেগবান হবে এবং ইসলামি সমাজ প্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, ইসলামি আন্দোলনের সফলতার জন্য নেতৃত্বের গুণাবলী থাকা আবশ্যক। এছাড়াও সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর পথে অর্থ ব্যয় করা, সবসময় রাগ দমন করা এবং মানুষকে ক্ষমা করা।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া জনগণের কল্যান কোনোভাবে করা সম্ভব নয়। এজন্য জামায়াতের সকল স্তরের জনশক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যানের জন্য সার্বক্ষনিক নিজেকে নিয়োজিত রাখবে।
শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল আব্দুল হাকিম, মাওলানা সেফাউল হক, ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, গাজীপুর জেলা সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান ও জেলা উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীমসহ দুই জেলার জেলা কর্মপরিষদ, শুরা সদস্য এবং দুই জেলার বিভিন্ন থানার সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।