সাভার (ঢাকা) প্রতিনিধি : “মানবিক সমাজ গঠনে আল্লাহভিরু, সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করার আহবান” জামায়াত নেতা মাওলানা আফজাল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা আফজাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীদিনে আল্লাহভিরু, সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে। তাহলেই দেশটা মানবিক হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
প্রধান অতিথি আরও বলেন, গত ৬ আগষ্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি শহীদদের সর্বোচ্চ শাহাদাতের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমাদের জনশক্তিদের জ্ঞানের শক্তিতে বলিয়ান ও নৈতিক চরিত্রে উন্নত হতে হবে। এরকম চরিত্র অর্জনের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে।
এছাড়াও প্রধান অতিথি আফজাল হোসেন বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের অনেক দামের কথা যারা বলেন তারা গতবছর এই সময় ১২০০ টাকা কাঁচামরিচ কিনেছেন মনে পড়ে? দাম বেশি সাময়িক সময়ের জন্য, বিগত স্বৈরাচার হাসিনা সরকার এজন্য দায়ী। তাই বর্তমান সরকারকে কিছুদিন সময় দিতে হবে পরিবেশ সাভাবিক করতে।
গতকাল (১৮ অক্টোবর) জুমাবার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি রাশেদ হোসেনের সঞ্চালনায় পাথালিয়া ইউনিয়নের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, আশুলিয়া থানার আমীর বশির আহমেদ, ওলামা থানার আমীর মাওলানা ড. খলিলুর রহমানসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।