বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান খালাস পাওয়ায় মিরপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি : আমিনুল হক ঢাকা জেলার উপজেলা ও থানা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন সাভারে জুলাই বিপ্লবে শহীদের স্মরণ সভা অনুষ্ঠিত নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন আমিনুল হক বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না- আমিনুল হক “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”~ সাইফুল আলম খান মিলন শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : আমিনুল হক আশুলিয়ায় মারধরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের লাগানো আগুনে পুড়লো পোশাক কারখানা ও শ্রমিক কলোনী

আশুলিয়ায় মারধরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের লাগানো আগুনে পুড়লো পোশাক কারখানা ও শ্রমিক কলোনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ার নবীটেক্সটাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে শ্রমিক পল্লীর কয়েকটি কক্ষ।

প্রত্যক্ষদর্শীরা এ প্রতিবেদককে জানান, কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের লাগানো আগুনে পুড়ে কারখানা ও শ্রমিক কলোনি। তবে সাড়ে ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, শ্রমিক আন্দোলনের কারনে দেরিতে পৌছালে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়ার চন্দ্রা বাইপাইল মহাসড়কের নবী টেক্সটাইল এলাকার সাবেক আমাজন নিটওয়্যার লিমিটেড বর্তমান গ্রীনমার্ক নিটওয়ার লিমিটেড কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নাম প্রকাশের শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, প্রতিদিনেরমত গ্রীন মার্ক (আমাজন) ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালাচ্ছে । আজ স্থানীয় ডরিন নামে আরও একটি কারখানার শ্রমিকদের মধ্যে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়৷ পরে বেক্সিমকো ও ডরিন কারখানার কয়েকজন শ্রমিক গ্রীন মার্ক (সাবেক আমাজন) কারখানায় এসে কাজ বন্ধ করে রাখতে বলে। এসময় গ্রীন মার্ক (সাবেক আমাজন) কারখানার চেয়ারম্যান আল আমিন আরও কয়েকজনকে সাথে নিয়ে শ্রমিককে আটক করে পিটিয়ে এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেয়াসহ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটায়। এমন সংবাদ পেয়ে মহাসড়কে আন্দোলনরত (ডরিন,বেক্সিমকো)
বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে ওই কারখানার চেয়ারম্যান আল আমিন’কে খোঁজাখুজি করে না পেয়ে ক্ষুব্ধ হয়ে কারখানায় ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রায় তিন ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময় না পৌঁছানোর কারণে সবকিছু পুড়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। সকাল ১১টায় আগুন লাগলেও তারা দুপুর পর্যন্ত আসেনি। কারখানার পাশাপাশি শ্রমিক পল্লীর অনেক অসহায় শ্রমিকদের মূল্যবান জিনিসপত্রসহ আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে পুরে যাওয়া কক্ষে বসবাসকারী শ্রমিকদের পাশে দাঁড়াতে বিত্তবানদের তাদের পাশে দাড়ানোর আহবান সচেতন মহলের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102