সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না- আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনও ষড়যন্ত্রকারী,সন্ত্রাসী, চাঁদাবাজি,লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘের ব্যবস্হাপনায় এক ফুটবল টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,মাদক ও সন্ত্রাস মুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।

মহান স্বাধীনতা দিবস মিনিবার ফুটবল টূর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।

সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক,সাবেক যুগ্ম আহবায়ক আখতার হোসেন,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ, মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ,আহসান হাবিব মোল্লা,দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার,উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্মআহবায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য মোঃ রাশেদ আলম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আজম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী খলিল মোল্লা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102