মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা পুলিশ নড়েচড়ে বসেছেন, হত্যা মামলার আসামি পান-খোর কামরুল আটক রংপুরের গঙ্গাচড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে মলম পার্টির ৫ সদস্য মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার ঘোড়াঘাটে বিষপানে যুবকের আত্মহত্যা ও অসুস্থ বৃদ্ধ হাসপাতালে ভর্তি ঘোড়াঘাটে মাঠ জুড়ে সবুজের সমারহ ঘোড়াঘাটে ১১ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ বেতন বৃদ্ধির দাবিতে কাশিমপুরের জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান

সাভার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

মানুষের তৈরি মতবাদ, মানুষের কোনো আইন যতদিন দেশে চালু থাকবে, ততোদিন মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মো: মুজিবুর রহমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশে সাভারের আশুলিয়ায় ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ শতকরা ৯২ জন মুসলমান তারা যদি এ দেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, প্রকৃত সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, তাহলে মানুষের মতবাদ বাতিল করতে হবে। কেননা এই মতবাদ জনগণের কল্যাণ করতে পারে না। বিগত ১৯৭১ থেকে ২০২৪ প্রমাণ করেছে মানবরচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। সেজন্য মানবরচিত মতবাদ আর নয়। মানবরচিত মতবাদ আর বাংলাদেশে চলতে পারে না’ আল্লাহর আইনে চলবে এ দেশ।

প্রধান অতিথি অধ্যাপক মো: মুজিবুর রহমান আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। তারা দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকের বুকে গুলি চালিয়ে দু’হাজারের অধিক শহীদ করেছে’, ‘অসংখ্য মানুষ আহত হয়েছেন, হাসপাতালে এখনো কাতরাচ্ছেন। যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, মহান আল্লাহ যেন তাদের যথাযথ পুরস্কার দেন।’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. মো: কোরবান আলী, জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সিনেটর সদস্য অধ্যাপক এবি এম ফজলুল করীম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব, সোনার বাংলা কলেজ অধ্যক্ষ মাওলানা ড. ইকবাল হোসাইন ভুইয়া প্রমুখ।

শিক্ষক সমাবেশে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সারা জাগানো উপস্হিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102