স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে সাভার পৌর ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম। তিনি এক বিবৃতিতে বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য দিন। এই দিনটি জাতি হিসেবে আমাদের গৌরব ও সম্মানের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
তাজ খান নাঈম আরও বলেন, “বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমাদের শপথ নিতে হবে দেশপ্রেম, সততা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করার। ছাত্রসমাজের উচিত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখা।”
তাজ খান নাঈমের এই শুভেচ্ছাবার্তা সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর এই বার্তা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদী।