মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা পুলিশ নড়েচড়ে বসেছেন, হত্যা মামলার আসামি পান-খোর কামরুল আটক রংপুরের গঙ্গাচড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে মলম পার্টির ৫ সদস্য মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার ঘোড়াঘাটে বিষপানে যুবকের আত্মহত্যা ও অসুস্থ বৃদ্ধ হাসপাতালে ভর্তি ঘোড়াঘাটে মাঠ জুড়ে সবুজের সমারহ ঘোড়াঘাটে ১১ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ বেতন বৃদ্ধির দাবিতে কাশিমপুরের জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

রংপুরের গংগাচড়ায় জামায়াত শিবিরের কারানির্যাতিতদের সংবর্ধনা ও প্রাক্তন শিবির নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজন বাংলাদেশ উপজেলার কারানির্যাতিত ভাইদের সংবর্ধনা ও প্রাক্তনদের মিলন মেলা গত শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে জামায়াত শিবির নেতারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারানির্যাতিত নেতাকর্মীদের দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জেল,জুলুম,র‍্যাব বাহিনীর ক্রসফায়ারে গুলি করে হত্যা করা,আদলতে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দেওয়াসহ বিভিন্ন নির্যাতন করেছেন এই জালিম সরকার, এত নির্যাতনের পরেও জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী পিছ পা হয়নি তাদের উপর অর্পিত দায়িত্ব চালিয়ে গিয়েছে। কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল আল্লাহর রহমতে স্বৈরাচার নিজেরাই দেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে বুঝিয়ে আল্লাহর দেওয়া বিধানের পক্ষে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের মাটিতে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা সেক্রেটারী মজলুম জননেতা মাওলানা এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার সহকারী সেক্রেটারী ও গংগাচড়া উপজেলার সাবেক আমীর অধ্যাপক মোঃ রায়হান সিরাজী,
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী রোকন উদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর জেলা সভাপতি মাওলানা মোঃ নায়েবুজ্জামান।

আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রংপুর জেলা সাবেক নায়েবে আমীর অধ্যাক্ষ আবদুল গনি,উপজেলা সাবেক আমীর অধ্যাক্ষ মোঃ শফিকুল আলম,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন,সাবেক নায়েবে আমীর মাষ্টার আব্দুর রশিদ,শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর জেলা সেক্রেটারি বেলাল আবেদীন, পরশুরাম থানা আমীর এ্যাড, মাহবুব আলম, জেলা শিবির সভাপতি হেসাইন আহমেদ,শিক্ষক নেতা মাওঃ রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কারানির্যাতিত মজলুমদের সন্মাননা ক্রেষ্ট প্রদান ও প্রাক্তন নেতাকর্মীদের পূর্ণ মিলনীর মধ্য দিয়ে শেষ হয়।

এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102