সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়া উনিয়ন পরিষদের একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেরানীগঞ্জ হবে ‘ক’ শ্রেণির পৌরসভা, সাভার ও আশুলিয়া মিলে গঠিত হতে পারে নতুন সিটি কর্পোরেশন ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে জিরানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আশুলিয়ায় বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী ও ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের মানববন্ধন শিশু ঝরে পড়ার হার রোধে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতঃ নিয়মিত হোমভিজিট,উঠান বৈঠক এবং অভিভাবক সমাবেশের কোনো বিকল্প নেই সুদমুক্ত সমাজ গড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে – মুহাম্মদ শহিদুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনির নূর-ই আলম সিদ্দিকী গুণী শিক্ষক নির্বাচিত আশুলিয়ায় আশ্রায়ণ প্রকল্পে দুরবস্থা: কালভার্ট বন্ধ করে মাছ চাষ, ভুমিহীন পরিবারের বিক্ষোভ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা মামুন কর্তৃক যুবদল কর্মীকে হত্যার হুমকি

ঢাকা জেলা জামায়াতের পেশাজীবী থানার কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধায় সাভারের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়। থানা আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি এডভোকেট রাশেদ ইবনে কামাল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাদাত হোসাইন বলেন, ৫ই আগষ্টের পরে নতুন যে স্বাধীনতা পেয়েছি শোকরিয়া হিসেবে ময়দানে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। সাধারণ জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে। সকল শ্রেনির পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। এক স্বৈরাচারের পতনের পরে নতুন স্বৈরাচারের আগমন যাতে না ঘটে সেজন্য সজাগ থাকারও আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক বলেন, বিপ্লবের পরে পরিপূর্ণ সুফল জনগণ পাচ্ছে না আমলাদের অসহযোগিতার কারনে। এজন্য পেশাজীবী সংগঠনের কাজ হবে এসব আমলাসহ সকল পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছানো এবং সংগঠনের সাথে সম্পৃক্ত করা।

এছাড়াও থানার নায়েবে আমীর মোঃ লুৎফর রহমান ও সহকারী সেক্রেটারি মোঃ শরিফুল ইসলামসহ সভায় দশ সদস্য বিশিষ্ট থানা কর্মপরিষদ ঘোষণা করা হয় এবং থানা আমীর সকল কর্মপরিষদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102