বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৬জানুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনসৃংখলা বাহিনীর সদস্যরা এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার স্বরযন্ত্র হিসেবে ওই এলাকার আশেপাশের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নেতৃত্বে আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শ্রমিক আন্দোলনের মাঝে ঢুকিয়ে দিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এলাকাবাসী ও বিভিন্ন শিল্প কল কারখানায় কর্মরত শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দাবি করছে।