স্টাফ রিপোর্টার : রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বাদ মাগরিব কচুয়া বাজার জামে মসজিদে নোহালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে এক বিশাল ওলামা সমাবেশ ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোহালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন গংগাচড়া উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক ওলামা বিভাগ গঙ্গাছড়া উপজেলা ও অধ্যক্ষ মাওলানা মোঃ রোকনউজ্জামান সেক্রেটারি ওলামা বিভাগ গংগাচড়া উপজেলা শাখা।
ওলামা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নোহালী ইউনিয়নের প্রায় শতাধিক আলেম।