ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পাথালিয়া ইউনিয়নের আমীর মো: রাশেদ হোসেনের সভাপতিত্বে পাথালিয়া ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ মোঃ আফজাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ ও আশুলিয়া থানার আমীর মোঃ বশির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজাল হোসাইন বলেন, এদেশের জনগণকে শান্তিতে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই সাধারণ জনগণের কথা চিন্তা করেন নাই। শুধুমাত্র নিজেদের দলের কথা ভেবেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। এখন দলের সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব আপনাদের পাশে দাড়িয়েছি। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম ।