ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে মিরাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, সকল ধর্ম বর্নের মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য ফুটে তোলার জন্য জামায়াতের প্রত্যেক কর্মীকে তৃনমুল পর্যায়ে কাজ করতে হবে। আল্লাহ তার নবী’কে ইসরা করিয়ে দুনিয়ার পরিচালনার জন্য প্রস্তুত করেছেন। আমাদের জনশক্তিদেরকে মিরাজের শিক্ষা নিয়ে ময়দানে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম বলেন, মিরাজের শিক্ষা নিয়ে ময়দানে কাজ করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের উপর যে সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ করেছে, আর আমরা আল্লাহর উপর ভরসা করে কাজ করেছি, তাই আল্লাহ তায়ালা আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ কাজে লাগাতে হবে, দেশের সকল জনগনের নিকট ইসলামের সুমহান আদর্শের প্রচার করতে হবে, জনমত গড়ে তুলতে হবে। আর জামায়াতের সকল স্তরের জনশক্তিকে এ কাজ করে ইসলামি রাষ্ট্র গঠনে অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করতে হবে।