বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বাদ আছর মসজিদ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান তাহমিদী(বরগুনা বরিশাল)।
দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী সিরাজুল ইসলাম সিরাজী (ঢাকা)।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন চানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাকির হোসেন,ফাতেমাতুজ্জান্নাত জামে মসজিদ (গাজী বাড়ী) খতিব ও ইমাম ক্বারী মাওলানা শহিদুল ইসলাম যুক্তিবাদী।
সার্বিক পৃষ্ঠপোষকতায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) সাইদুর রহমান খাঁন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল্যাব ওয়ান হাসপাতালের (তেতুইবাড়ী, কাশিমপুর,গাজীপুর) ব্যাবস্হাপনা পরিচালক মো. আজিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সূরা সদস্য, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. মনিরুজ্জামান প্রমুখ।
ওয়াজ মাহফিলে এলাকাবাসী সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানেরা ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ শোনেন।