আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থী হলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। তিনি গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন ঘোষণায় গংগাচড়ার মানুষ এবং ছাত্র জনতা উচ্ছসিত। তারা স্হানীয় বাসিন্দাদের মধ্য থেকে প্রার্থী ঘোষণা হওয়ায় তারা দীর্ঘদিনের বহীরাগত তারাও গংগাচড়া বাচাও এমন আন্দোলনকৃত মানুষজনও খুশি এমন প্রার্থীকে পেয়ে।
এ বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাইের ফলাফল। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। বাড়ছে ছাত্র জনতার আকাঙ্খার মানুষকে প্রার্থী হিসেবে পেয়ে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচনের কার্যক্রম শুরু করলেও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দলের পক্ষে মাঠে কোনো ধরনের কার্যক্রমে না থাকলেও বর্তমান ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পর এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও সাধারণ মানুষ ইসলামী দল হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষে মাঠে নেমেছে। এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর উদীয়মান শিক্ষানুরাগী ও সমাজসেবককে জনপ্রতিনিধি হিসেবে রায়হান সিরাজী’কে প্রার্থী ঘোষণা করায়।