রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের উদ্যোগে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধায় লক্ষীটারী ইউনিয়নের মহীপুর স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়ায় লক্ষীটারী ইউনিয়নের সভাপতি মো.আশরাফুল আলমের সভাপতিত্বে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমীর জননেতা অধ্যাপক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জননেতা অধ্যাপক রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর মওলানা নায়েবুজ্জামান, মিঠাপুকুর উপজেলা আমীর জননেতা আসাদুজ্জামান শিমুল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।