২১ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪ টায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে মহানগর কার্যালয়ে,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত৷ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ১৯৫২ সালের গৌরবউজ্জ্বল ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস,নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের অপরিহার্য দাবি।বিগত সময়ে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসকে দেশের জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা হয়নি।বরং নানা কৌশলে তা আড়াল করার নানামুখী ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি আরও বলেন,আমাদের মহান ভাষা আন্দোলনের সময়, কারা নির্যাতিত ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযম সহ যাঁরাই মহান ভাষা আন্দোলনে অবদান রেখেছেন,তাঁদের সকলকেই জাতীয় ভাবে স্বীকৃতি দেয়া,জাতি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন,১৯৫২ এর ভাষা আন্দোলনে যাঁর যতটুকু অবদান তাঁকে ততোটুক স্বীকৃতি, জাতীয়ভাবে প্রদান করে সঠিক ইতিহাস তুলে ধরুন।তাহলে ভাষা আন্দোলনে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এতোদিন ধরে যে বৈষম্য করা হয়েছিলো,তা জাতির সামনে খোলাসা হয়ে যাবে,বৈষম্য দূর হবে এবং ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস উন্মোচিত হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী কে,এম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহকারি সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, মহানগর কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি এ্যাডঃ কাওছার আলী,মহানগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি আমীর মাওঃ গোলাম কিবরিয়া ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।