“ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কন্ঠ,রংপুরের কৃতি সন্তান মজলুম জননেতা এ,টি,এম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে–মাওলানা রফিকুল ইসলাম খান
২৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা/থানা আমীর সম্মেলন রংপুর মডেল কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
ফ্যাসিবাদের সময় যারা গ্রেফতার হয়েছিল তারা সবাই মুক্তি পেলেও,ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী কন্ঠ,রংপুরের কৃতি সন্তান,মজলুম জননেতা এ,টি,এম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি।অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে,তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন,জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে।দলীয় সরকারের অধীনে স্হানীয় নির্বাচন হলে,তা দলীয় সরকার দ্বারা প্রভাবিত হবে এবং জনগণের সত্যিকারের মতের প্রতিফলন ঘটবে না।তাই,দেশের মানুষ স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগেই চায়। সুতরাং প্রয়োজনীয় সংস্কার করে,যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,জুলাই গনহত্যাকারীদের দ্রুত বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে।সেইসাথে ফ্যাসিষ্টকে ফ্যাসিষ্ট হতে যারা সহযোগিতা করেছে এবং ভুয়া ভোট আয়োজনে ভূমিকা রেখে ফ্যাসিবাদকে ১৫ বছর ক্ষমতায় টিকে রেখেছিল, তাদেরক চিন্হিত করে বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে।
সহকারী সেক্রেটারিআরও বলেন,বিগত ১৫ বছরে ২ কোটি ভুয়া ভোটার করা হয়েছে।এবিষয়ে তিনি নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে,তা জাতির কাছে খোলাসা করার আহবান জানান এবং নতুন ভোটারদের তালিকাভূক্ত করে সঠিক ভোটার তালিকা প্রনয়নের আহবান জানান।
তিনি আরও বলেন,ফ্যাসিবাদের সময় দেশের অর্থ যারা পাচার করেছে,দূর্নীতি করেছে,লুটপাট করেছে,তাদের বিচার করতে হবে এবং পাচারকৃত অর্থ দ্রুত ফিরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,এখনো সরকারের ভিতরে এবং বাহিরে ফ্যাসিষ্ট হাসিনার যে সমস্হ দোসর রয়েছে এবং যারা এখনো ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তৎপর তাদেরকে প্রতিহত করতে হবে এবং বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্হা করতে হবে।
তিনি আরও বলেন,দেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদ দেখতে চায় না,চাঁদাবাজ দেখতে চায় না,লুটপাট দেখতে চায় না,দখলদারিত্ব দেখতে চায় না।দেশের মানুষ চায়,চাঁদাবাজ মুক্ত,দুর্নীতি মুক্ত,বৈষম্য মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ।
প্রধান অতিথি আরও বলেন,দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য,সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।আর সৎ ও যোগ্য নেতৃত্বের জন্য পড়া শোনা,কোরআান-হাদিস তথা সার্বিক জ্ঞানচর্চার বিকল্প নেই।তাই জামায়াত নেতৃবৃন্দকে দেশ ও জাতির জন্য সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। কারণ এদেশের মানুষ বাংলাদেশ জামাতে ইসলামীর দিকে চেয়ে আছে।সুতরাং জাতির প্রত্যাশা পূরণে আমাদেরকে এখন থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে সভাপতির বক্তব্যে,কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, দায়িত্বশীলনকে মাঠের তৎপরতার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে এবং গণমানুষের প্রত্যাশা পূরণে এখন থেকে কার্যকর ভুমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন,আমাদের প্রিয় ভাই,রংপুর এর কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির বিষয়ে প্রধান অতিথি ইতোমধ্যে কথা বলেছেন।আমারও একই বক্তব্য,আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের ভাইয়ের মুক্তি অবিলম্বে দিতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও
অঞ্চল সহকারী পরিচালক অধ্যাক্ষ মাওলানা মোঃ মমতাজ উদ্দিন এর পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এর ব্যবস্হাপনায়,সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্যগন এবং জেলা ও মহানগর আমীর ও সেক্রেটারিগন সহ রংপুর বিভাগের জামায়াত ঘোষিত সম্ভাব্য প্রার্থীগন।