ঢাকার সাভার ও আশুলিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার ও আশুলিয়া শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সাভার পৌর জামায়াতের আয়োজনে সাভার রেডিও কলোনি ইলাহ্ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি রেডিও কলোনি থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বর হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। সাভারের বিক্ষোভ মিছিলে সাভার পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আমির আজিজুর রহমান।বিক্ষোভ মিছিলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর শাখার কর্ম পরিষদ সদস্য আমিন উদ্দিন খান শিপন।
বিকাল সারে ৩টায় আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসস্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাইপাইল মোরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বাশির আহমেদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো: আবুল হোসেন মীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি এডভোকেট মো : শহিদুল ইসলাম, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো : আফজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শিমুলিয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মোখরেজুল হোসাইন মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমাদান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে, সব জায়গায় চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল ধরনের সিন্ডিকেট ভেঙ্গে ফেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে।’ মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাসান মাহবুব মাস্টার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি ও সিন্ডিকেট নিজেরাও করে না, পাশাপাশি সেটা সমর্থনও করতে পারে না, আর কাউকে করতেও দেওয়া হবে না। তাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও বাজারে কঠোর নজরদারি বাড়িয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে ব্যবসায়ীদেরও ছাড় দেওয়ার মন-মানসিকতা তৈরীর আহ্বান জানান তিনি।’
এসময় সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সাভার ও আশুলিয়া ও সাভার পৌর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।